Facebook

শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

মজার কিছু সাধারণ জ্ঞান দেখে নিন এখনি। (না দেখলে চরম মিস)

►“Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে। ►“Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i- o-u) আছে। ►ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে। ►“I am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য। ► একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable। ►ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে। ►ইংরেজি ভাষায় একটা বাক্য রয়েছে যেটাকে উচ্চারণ করতে গেলে মানুষের জিভ এর জন্য সব চেয়ে পরিশ্রমের কাজ (toughest tongue twister) হিসেবে ধরা হয়, তা হল – “sixth sick sheik’s sixth sheep’s sick”. বেশ কয়েকবার বলে দেখুনতো…..! ►শুধুমাত্র একটি মাত্র খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন তো সেটি কী? -মধু। কেমন লাগল? ভাল লাগলে কমেন্ট করবেন। ভাল না লাগলেও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন