Facebook

সোমবার, ১৩ জানুয়ারী, ২০১৪

কিভাবে ফেসবুক non friends দের ম্যাসেজ আসা বন্ধ করবেন ।

বন্ধুরা বাদে মানে unfriend রা ম্যাসেজ পাঠাই এটা আমার কাছে খুব বিরক্তি কর । কারন তার ম্যাসেজ আসা যদি আমার ভাল লাগে তাহলে তো টাকে আমি ফ্রেন্ড করে নিতে পারি । তাই আমার মতো অনেক বন্ধু আছে যারা এই unfriends দের ম্যাসেজ আসা মোটেও পছন্দ করেন না । তাই আজকে আমি আপনাদের দ্যাখাবো কিভাবে এই সকল unfriends দের ম্যাসেজ আসা বন্ধ করবেন । * প্রথমে ফেসবুক থেকে ম্যাসেজ এ ক্লিক করুন । এবার Other অপশন এ ক্লিক করে Edit Preferences এ ক্লিক করুন । Now click Edit Preferences উপরের কাজ ঠিক ভাবে করলে একটি বক্স আসবে সেখানে Strict Filtering এ ঠিক দিন তারপর Save এ ক্লিক করুন ব্যাস হয়েগেল । আশাকরি কাজটি করতে আপনারা সফল হয়েছেন । কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ।

রবিবার, ১২ জানুয়ারী, ২০১৪

আপনার ফেসবুকের ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তবু কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

আপনার ফেসবুকের ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তবু কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। আর এর জন্য প্রথমে ফেসবুকে ঢুকে (লগ-ইন) ডান পাশের Account থেকে Account Settings-এ যেতে হবে। এখন নিচে Account Settings- এর ডান পাশের Security-তে ক্লিক করুন। এখন Login Approvalsএর নিচে Require সব to enter a security code sent to my phone বক্সেটিক চিহ্ন দিন। টিক চিহ্ন দেওয়ার সময় নতুন একটি বার্তা এলে Set Up Now –এ ক্লিক করুন।এখন Phone number: বক্সে আপনার মোবাইল নম্বর লিখে Continue-এ ক্লিক করুন। আপনার মোবাইল ফোনে একটি সাংকেতিক (কোড) নম্বর আসবে। নম্বরটি কোড বক্সে লিখে Submit Code বাটনে ক্লিক করে Close-এ ক্লিক করুন।(Login Notifications- এর নিচে Send me an email এবং Send me a text message বক্সেও টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন।) এখন Save-এ ক্লিক করে বেরিয়ে আসুন। এখন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে (লগ-আউট) আবার ফেসবুকে লগ-ইন করুন। দেখবেন Name New Computer নামে একটি পেজ এসেছে। সেখানে Computer name বক্সে কোনো নাম লিখে Add to your list of recognized devices বক্সে টিক চিহ্ন দিয়ে Continue-তে ক্লিক করুন। এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার ছাড়া অন্য কারও কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে চাইলে আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Continue-এ ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। কাজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড সবাই জানলেও কেউ আপনার ফেসবুকে লগইন করতে পারবে না।

শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

আল্লাহ্কে ডাকার বৈজ্ঞানিক উপকারিতা।

আল্লাহ্কে ডাকার বৈজ্ঞানিক উপকারিতা। নেদারল্যান্ডের মনোবিজ্ঞানী ভ্যান্ডার হ্যাভেন প্রবিত্র কোরআন অধ্যয়ন ও বারবার ‘আল্লাহ্’ শব্দটি উচ্চারণে রোগী ও স্বাভাবিক মানুষের ওপর তার প্রভাব সম্পর্কিত একটি আবিষ্কারের কথা ঘোষণা করেছেন। ওলন্দাজ এই অধ্যাপক বহু রোগীর ওপর দীর্ঘ তিন বছর পরীক্ষা- নিরীক্ষা চালিয়ে অনেক গবেষণারপর এই আবিষ্কারের কথা ঘোষণা করেন। যেসব রোগীর ওপর তিনি সমীক্ষা চালান তাদের মধ্যে অনেক অমুসলিমও ছিলেন, যারা আরবি জানেন না। তাদের পরিষ্কারভাবে ‘আল্লাহ্’ শব্দটি উচ্চারণ করার প্রশিক্ষণ দেয়া হয়। এই প্রশিক্ষণের ফল ছিল বিস্ময়কর, বিশেষ করে যারা বিষণ্ণতা ও মানসিক উত্তেজনায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে। সৌদি আরব থেকে প্রকাশিত দৈনিক আল- ওয়াতান প্রত্রিকা হ্যাভেনের উদ্ধৃতি দিয়ে জানায়, আরবি জানা মুসলমানরা যারা নিয়ম কোরআন তিলাওয়াত করেন তারা মানসিক রোগ থেকে রক্ষা পেতে পারেন। ‘আল্লাহ্’ কথাটি কিভাবে মানসিক রোগ নিরাময়ে সাহায্য করে তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি তার গবেষণা কর্মে উল্লেখ করেন, ‘আল্লাহ্’ শব্দটির প্রথম বর্ণ আলিফ আমাদের শ্বাসযন্ত্র থেকে আসে বিধায় তা শ্বাস- প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন, লাম বর্ণটি উচ্চারণ করতে গেলে জিহ্বা উপরের মাড়ি সামান্য স্পর্শ করে একটি ছোট বিরতি সৃষ্টি করে এবং তারপর একই বিরতি দিয়ে এটাকে বারবার উচ্চারণ করতে থাকলে আমাদের শ্বাসযন্ত্রে একটা স্বস্তিবোধ হতে থাকে। শেষ বর্ণ হা –এর উচ্চারণ আমাদের ফুসফুস ও হৃদযন্ত্রের মধ্যে একটা যোগসূত্র সৃষ্টি করে তা আমাদের হৃদযন্ত্রের স্পন্দনকে নিয়ন্ত্রণ করে।

facebook -id বাঁচিয়ে রাখার চরম tips দিলাম গ্যারান্টি দিতে পারি verify করা লাগবে না

facebook -id বাঁচিয়ে রাখার চরম tips দিলাম গ্যারান্টি দিতে পারি verify করা লাগবে না ১)প্রথমে profile এ যান। ২)তার পর photos এ যান তার পর album আসবে একটু নিছে দেখেন photos of you আছে। ৩)সেখানে আপনাকে Ta করা photo আছে একটা একটা কর Remove করে দিন। আপনার friend দের এই album এ photo না থাকলে আপনার ID block হবে না। তাই সবাই নিজ দায়িত্বে এই photo গুলো remove করেন তাহলে কারো ID Block হবেনা। আপনারজন্য যেন কারো ক্ষতি না হয় সেজন্য তাড়াতাড়ি remove করেন। আপনাদের উপকারের জন্য এমন সব পোস্ট লিখি তবু যদি কমেন্ট এ একটা 'ধন্যবাদ' বা 'Thanks' না দেন তবে এমন সব Creative পোস্ট লিখার উৎসাহ পাবো

মোবাইলের প্রয়োজনীয় কিছু অজানা কোড

মোবাইল ফোনের কিছু প্রয়োজনীয় কোডঃ *#7370# = আপনার মোবাইল সেটটি যদি নকিয়া N-series হয়ে থাকে তাহলে এই কোডটি টাইপ করে খুব সহজেই মোবাইল ফ্ল্যাস করা যায় । *#92702689# = নকিয়া মোবাইল টি কবে , কখন , কতক্ষন ব্যবহার করা হয়েছে তা এই কোডটির মাধ্যমে জানতে পারবেন । এছাড়াও আপনার মোবাইল ফোনের সিরিয়াল নম্বর ও জানতে পারবেন । মোবাইলফোনে মোট কত মিনিট কথা বলা হয়েছে তাও এই কোডটির মাধ্যমে জানতে পারবেন । তবে কোডটি টাইপ করলে এই সব দেখার পর সেটটি Restart দিতে হয় । *111*7*2# = আমরা অনেকেই আমাদের সিম নম্বর জানতে পারি না তাই কার্ড রিচার্জ করে জানতে হয় । এই কোডটি চেপে দেখুন আপনার গ্রামীনফোনের সিম নম্বরটি বের হয়ে যাবে । এটা শুধু গ্রামীন ফোনের জন্যই । কোন টাকা কাটবে না । 1200 = এই টা Aktel সিমের ফোন নম্বর বের করার জন্য ১২০০ ডায়াল করুন এবং শুনে ৪ নম্বর চাপ দিন । দেখুন আপনাকে আপনার একটেল সিমের নম্বরটি বলছে । 120 = আমাদের অনেক সময় কাষ্টমার কেয়ারের সাথে অনেক্ষন কথা বলার প্রয়োজন পরে কিন্তু বেশীক্ষন কথা বললে আপনার পকেট ফাকে হয়ে যাবে । তাই এই ১২০ তে বাংলালিংক সিম থেকে একটি মেসেজ পাঠান লিখুনঃ Help অথাবা other দেখবেন বাংলালিংক থেকে কিছুক্ষন পর ওরাই কল করবে আপনাকে । *126*019…….# = আমাদের মোবাইলে অনেক সময় রিচার্জ থাকে না । তাই বলে তার সাথে যোগাযোগ হবে না তা কি হয় । বাংলালিংক সিম থেকে *126*019……..# ডায়াল করুন আপনার রিকোয়েস্ট পৌছে যাবে । কিন্তু এর জন্য আপনার ব্যালেন্স থেকে ০.১৫ পয়সা কেটে নিবে। এভাবেও আপনি আপনার বাংলালিংক সিমের নম্বর জানতে পারবেন । *123*017……..# = এই কডটি চেপে গ্রামীন ফোন থেকে রিকয়েস্ট কল পাঠিতে পারবেন । যেহেতু এটা ফ্রি তাই একদিনে ৫ বার এর বেশী রিকয়েস্ট কল পাঠাতে পারবেন না । *33*0000# = এই কোডটি আপনার নকিয়া ফোন থেকে সকল প্রকার আউটগোয়িং কল প্রতিরোধ করবে । তবে যদি কেই 0000 এই পাসওয়ার্ডটি বদলে থাকে তাহলে *33*….# এর ফাকা স্থানে ওই পাসওয়ার্ডটি বসবে । 0000 এই পাসওয়ার্ডটি নিকিয়া ফোনসেটে ডিফল্ট হিসেবে দেয়া থাকে । এই কোডটার মানে আউটগোয়িং কল লক করা । এটা গ্রামীন ফোন সিমের জন্য #33*0000# = এটা আপনার লক করা আউটগোয়িং কল আন লক করার জন্য । এটা গ্রামীন ফোন সিমের জন্য *35*0000# = এটা আপনার সকল প্রকার ইনকামিং কল রোধ করার জন্য । এটা গ্রামীন ফোন সিমের জন্য ব্যবহৃত হয় । *41# = এই কোডটা গ্রামীন ফোনের কল ওয়েটিং সার্ভিস চালু করার জন্য । #41# = এটা মীন ফোনের কল ওয়েটিং সার্ভিস বন্ধ করার জন্য ।

মজার কিছু সাধারণ জ্ঞান দেখে নিন এখনি। (না দেখলে চরম মিস)

►“Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে। ►“Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i- o-u) আছে। ►ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে। ►“I am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য। ► একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable। ►ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে। ►ইংরেজি ভাষায় একটা বাক্য রয়েছে যেটাকে উচ্চারণ করতে গেলে মানুষের জিভ এর জন্য সব চেয়ে পরিশ্রমের কাজ (toughest tongue twister) হিসেবে ধরা হয়, তা হল – “sixth sick sheik’s sixth sheep’s sick”. বেশ কয়েকবার বলে দেখুনতো…..! ►শুধুমাত্র একটি মাত্র খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন তো সেটি কী? -মধু। কেমন লাগল? ভাল লাগলে কমেন্ট করবেন। ভাল না লাগলেও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।

ভবিষ্যতে স্মার্টফোন কি কি কাজে আসবে ?

স্মার্টফোন দেবে চিকিৎসা ধরুন কয়দিন ধরে আপনি জ্বরে ভুগছেন। বিছানায় শয্যাশায়ী। ডাক্তারের কাছে যাওয়ারও উপায় নেই। এক্ষেত্রে স্মার্টফোনই আপনার ভরসা। ফোনটিই আপনার চিকিৎসা দেবে। আপনার রক্তচাপ, হার্টবিট, ফুসফুসে বাতাসের গতিবিধি জেনে নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবে স্মার্টফোন। মনের গতিবিধি জানাবে স্মার্টফোন মন ভালো নেই।কিন্তু কাউকে খোলাসা করে বলতেও পারছেন না। আপনার হয়ে কাজ করে দেবে আপনার স্মার্টফোনটি।ভাবছেন কিভাবে?আপনার রক্তচাপ, হার্টবিট, শরীরের তাপমাত্রা নিরুপন করে আপনার প্রিয়জনদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে আপনার হয়ে। বলে দেবে আপনার মন ভালো নেই। তখন অন্যরা আপনার সঙ্গে সমঝে কথা বলবে। পর্যটক যখন ফোন কোথাও বেড়াতে যাবেন। কিন্তু কোথায় যাবেন ঠিক করে উঠতে পারছেন না।উপায় বাতলে দেবে স্মার্টফোন। আপনার মেজাজ-মর্জি, কেমন খরচ করতে চান, বেড়াতে গিয়ে কিভাবে সময়টা কাটাবেন এসব প্রশ্নের সমাধান জানিয়ে দেবে স্মার্টফোন। নিরাপক্তা রক্ষক প্রতিদিন আপনাকে অনেকে ধরণের নিরাপত্তার বেড়াজাল টপকাতে হয়।এই ধরুন ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে অফিসে ঢোকা, ব্যাংক থেকে টাকা তোলা।এসব কাজে নিরাপত্তার ব্যাপারটা খুবেই গুরুত্বপূর্ণ।এসব কাজে আপনাকে সাহায্য করবে স্মার্টফোন। হাতঘড়ি বনাম স্মার্টফোন ফোন হাতে নিয়ে ঘুরে বেড়ানো ঝক্কি- ঝামেলার। তাই ফোনের কাজটি করে দিতে পারে হাতঘড়ি। বাজারে দুএকটি মোবাইলের আদলে হাতঘড়ি মিললেও খুব বেশি একটা সমাদর পায়নি। তাই ভবিষৎতে হাতঘড়ির আদল নেমে মোবাইল ফোন। ইন্টারনেট অবলম্বনে