Facebook

শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

সোশ্যাল সাইট ফেইসবুক এর কিছু শর্টকাট (নতুনদের উপযোগী)

আমাদের বন্ধুবান্ধব যারা আছেন সবাই প্রায় ফেসবুক ইউস করেন এই ফেসবুক ইউস করেন না এমন লোক এই সময়ে আছে বলে মনে হয়না!!অনেকে অনেকভাবে ফেইসবুক ইউস করেন কিন্তু এটাকে আমরা চাইলে আরো সহজে চালনা করতে পারি আমাদের কীবোর্ড এর সাহায্যে অনেক ক্লিক ছাড়াই ! কিভাবে জানেন???? না জানলে পোষ্ট টি দেখুন কাজে লাগবে ১০০% সাথে সময় বাঁচবে। ধরুন আপনার ওয়েব ব্রাউজার যদি ফায়ারফক্স হয়, তাহলে নিচের কি-গুলোর সাথে শিফট’কী টাকে (Shift) যোগ করুন। যেমন, ফায়ারফক্সে সরাসরি ফেসবুক হোমপেজে যেতে চাইলেঃ Shift + Alt + 1 প্রেস করুন। আর যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যাবহারকারী হোন তাহলে শুধু নিচের কি গুলো প্রেস করলেই চলবে।তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিন- Alt+ 1: হোম পেইজ Alt+ 2: আপনার প্রোফাইল ( ওয়াল ) Alt+ 3: কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো সেই তালিকা দেখাবে Alt+ 4: কে আপনাকে মেসেজ পাঠালো তা দেখাবে Alt+ 5: কী কী নোটিফিকেশন আসলো তা দেখাবে Alt+ 6: অ্যাকাউন্ট সেটিংস Alt+ 7: অ্যাকাউন্ট প্রাইভেসি Alt+ 8: ফেসবুকের ফ্যান পেইজ Alt+ 9: ফেসবুকের রাইট অ্যান্ড রেসপনসিবিলিটি Alt+ 0: ফেসবুক হেল্প সেন্টার Alt+ m: নতুন মেসেজ লেখার বক্স আনবে আশা করি এই পোষ্ট টি আপনার কাজে আসবে।এই পোষ্ট টি আপনার কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন